কুলাউড়ায় ৯ প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসন্ন ২৮ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ এর দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় কুলাউড়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৯ জন প্রার্থীকে দলীয় পদ ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীদের আওয়ামিলীগের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামিলীগ ও কেন্দ্রীয় আওয়ামিলীগ এর বরাবরে অভিযোগ প্রেরণ করা হয়েছে।
১৭ নভেম্বর বুধবার কুলাউড়া উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ রফিক ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিস্কৃতরা হলেন ১৩ নং কর্মধা ইউনিয়নের মুহিবুল ইসলাম আজাদ ও মছলু আমিন, ১১ নাং শরীফপুর ইউনিয়নের মোঃ খলিলুর রহমান, ৯ নং টিলাগাঁও ইউনিয়নের আব্দুল মালিক, ৭ নং কুলাউড়া ইউনিয়নের নার্গিস আক্তার বুবলী ও শাহাদাৎ হোসেন চৌধুরী, ৩ নং ভাটেরা ইউনিয়নের একেএম নজরুল ইসলাম ও কামাল ইবনে শহীদ চৌধুরী এবং ১ নং বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট।