মৌলভীবাজারে চোর ও ডাকাত চক্রের চার সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখা থেকে তালিকাভূক্ত ডাকাত ও সদর থানার বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বড়লেখা: মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশ কুদ্দুস মিয়া নামের তালিকাভূক্ত এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ডাকাত কুদ্দুস মিয়া বড়লেখা উপজেলার তেলিমেলী (গোপালপুর) গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে বড়লেখা থানার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত কুদ্দুস ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন গ্রেফতার কুদ্দুস ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার কুদ্দুস ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার সদর মডেল থানার চারটি পৃথক অভিযানে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে সদর মডেল থানার চারটি চৌকস দল।
গ্রেফতারকৃত চার চোর সদস্য হলো রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ, কামরুল ইসলাম, বাবুল গঞ্জু ও রিনা বেগম। এসময় এক আসামীর কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ মাদক মামলারও আসামী এবং গ্রেফতারকৃত কামরুল ইসলাম পরোয়ানাভূক্ত আসামী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন গত ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সদর থানার চারটি পৃথক অভিযানে পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শীত মৌসুমকে কেন্দ্র করে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।