শুক্রবার মৌলভীবাজার আসছেন পরিকল্পনা মন্ত্রী মান্নান
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২১, ৪:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আগামী শুক্রবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারে একদিনের জন্য সরকারি সফরে আসছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।
বুধবার মন্ত্রীর একান্ত সচিব মো হারুন অর রশীদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান ঢাকা থেকে রওনা দিয়ে সড়ক পথে মৌলভীবাজার শহরে আসবেন। সার্কিট হাউজে অবস্থানের পর শান্তিবাগ এলাকায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর মণিপুরীদের মহারাসলীলা উৎসবে যোগদান করে ঢাকায় ফিরে আসবেন।