কুলাউড়ায় ব্রিজের রেলিং থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় সুমন বিশ্বাস (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমন উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে।
আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে জয়চন্ডীর মিটুপুর এলাকার একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসীরা। কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে লাশ উদ্ধার করে তারা।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।