মৌলভীবাজারে আসলো ফাইজার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৮:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর মৌলভীবাজার জেলার মানুষ নিতে পারবেন ফাইজার ভ্যাকসিন। সোমবার (১৫ নভেম্বর) রাতে মৌলভীবাজার ইপিআই ভবনে এসে পৌঁছেছে আঠারো হাজার সাতশত বিশ ডোজ ফাইজার টিকা। যা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদান করা হবে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, কোভিড-১৯ এর ১৮৭২০ (আঠারো হাজার সাতশত বিশ) ডোজ ফাইজার কোভিট১৯ টিকা এসে পৌঁছেছে। প্রাপ্ত টিকা কিছুদিনের মধ্যেই ১২-১৭ বছর বয়সী শুধু মাত্র শিক্ষার্থীদের দেয়া হবে। জেলা ই পি আই ভবনে আলাদা বুথে এই টিকা গ্ৰহণ করতে পারবেন শিক্ষার্থীরা। জেলা শিক্ষা বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে টিকা প্রদানের সময়সূচি এই পেইজে জানিয়ে দেয়া হবে।
টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো: রবিউস সানি ও জেলা ড্রাগ সুপার সিরাজুম মুনিরা প্রমুখ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় ৮ হাজার ১৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১৮ জন। মৃত্যু বরণ করেছেন ৭২ জন। সর্বশেষ আজ (১৫ নভেম্বর) জেলায় ৫৫ জনের করোনা টেস্ট করে কারো রিপোর্ট পজেটিভ আসেনি। গত সাপ্তাহের অধিকাংশ দিনই সনাক্তের হার ছিল শূন্য।