মৌলভীবাজার সদরে নৌকা চান ৪৬ জন, কার কপালে জুটবে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয়ভাবে ৪৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রের কাছে তাঁদের সবার নামই পাঠানো হয়েছে।
আগামী ২৩ নভেম্বর ভোটগ্রহণ হবে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব বলেন,সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ৪৬ জনের জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়েছে। ৪৬ জনের নামই জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক চেয়ে দলীয়ভাবে মনোনয়ন পেতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন মৌলভীবাজারের সদর উপজেলায় খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাগাবলা, আখাইলকুড়া, চাঁদনীঘাট, একাটুনা, আমতৈল, কনকপুর, নাজিরাবাদ, গিয়াসনগর, মোস্তফাপুর ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করে। ৪৬ জনের নামই জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা নির্বাচন সূত্র জানাযায়, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ১শত ১৫ জন।