মেছো বিড়াল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের আখাইলকুড়া থেকে মেছো বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদের উপস্থিতে মেছো বিড়াল সদর রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার সানন্দপুর গ্রাম থেকে ইলিয়াস মিয়ার হাঁসের ফার্ম থেকে বিগত কয়েক দিন যাবত হাঁস সকাল বেলা কম দেখা যায়। তাই তিনি গত ১৪-১১-২০২১ ইং তারিখে, হাঁসের খামারে একটি ফাঁদ পাতেন। অবশেষে আজ সকাল এ এই প্রাণিটি পাওয়া যায়। পরে বন বিভাগের সাথে যোগাযোগ হলে তারা উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেন মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার।
হাঁস খামারি ইলিয়াছ মিয়া বলেন, গত কয়েকদিনে ওনার প্রায় দুই শত হাঁস এই প্রাণিটি খেয়ে ফেলে। তাই তিনি কতৃপক্ষের নিকটে ক্ষতিপূরনের জন্য আবেদন করবেন।