মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ১০:০৯ অপরাহ্ণ
মৌলভাীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু হয়েছে।
১২ নভেম্বর, শুক্রবার সকাল ১১.৩০ টায় শহরের কাশিনাথ হাইস্কুল মাঠে মৌলভীবাজার জেলার পুনাক সভানেত্রীর পক্ষে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও মোঃ ইয়াছিনুল হক, অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর মডেল থানা।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যেদের উন্নয়নে ব্যয় করা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তাঁর বক্তব্যে বলেন ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের জন্যও কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম বলেন, ‘ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি সুস্থ বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে।তিনি সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।