জুড়ীর ৫ ইউনিয়নে ভোট: ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, জুড়ী থেকে::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
জেলা পুলিশ জানায়, মোট ইউনিয়ন ৫টি, ভোট কেন্দ্র ৪৯ টি, ভোটার ৯২,৮৮১জন, মোট চেয়ারম্যান প্রার্থী ২১ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৫২ জন, ইউপি সদস্য প্রার্থী ২০১ জন, পুলিশ সদস্য নিয়োজিত ৬৫৯ জন, মোট পেট্রোল পার্টি ১৬ টি, মোট স্ট্যাইকিং ৫ জন, সেক্টর টিম ৩টি। মোট আনসার সদস্য ৮৩৩ জন, বিজিবি ফোর্স ৪০, বিজিবি পেট্রোল ৬টি, র্যাব ফোর্স ৪০, পেট্টোল ৩টি।