মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ৬:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের সদর উপজেলার রায়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।
নিহত আখতার জেলার রাজনগর উপজেলার সারমপুর গ্রামের বসির মিয়ার ছেলে।
সারমপুর এলাকার সানা মিয়া বলেন, আখতার মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মানসিক ভারসাম্যহীন এক নারী এলোপাথাড়ি হাঁটছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি তাকে বাঁচাতে রাস্তার পাশে গিয়ে উল্টে যায়। এতে পথচারী ওই নারী, সিএনজির চালকসহ দুই যাত্রী আহত হন।
অন্যদিকে উল্টে থাকা সিএনজিকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালকসহ হেলপার আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান।