আগামীকাল ভোট: জুড়ীতে পুলিশের ব্রিফিং প্যারেড
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ৩:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন (২য় ধাপ) ২০২১ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড।
বুধবার ১০ নভেম্বর জুড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এবং সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর।
ব্রিফিং প্যারেডে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকতাগণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্সও নিয়োজিত থাকবে।