কোদালিছড়ার গাইড ওয়াল ও ওয়ার্কওয়ে কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার কোদালিছড়ার স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ে কাজ শুরু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গাইড ওয়াল কাজের শুরু হয়। সোমবার (৮ নভেম্বর) দুপুরে পাইলিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা স্বেচ্ছাসেবেক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, পৌর কাউন্সিলরগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৩ কিলোমিটার দীর্ঘ কোদালিছড়ার শহরাংশে প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার উন্নয়ন কাজ হবে। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এতে ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- খাল সংস্কার, নান্দনিক ওয়াকওয়ে, লাইটিং, বসার জায়গা স্থাপন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও ওয়াশরুম নির্মাণ। খালের দুইপার থাকবে ফুলে-ফুলে সু-শোভিত।
এ সময় পৌর মেয়র মো: ফজলুর রহমান বলেন, ২৪ কোটি টাকা ব্যায়ে স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ের কাজ শুরু হয় আসা করছি সময়ের মধ্যেই কাজ শেষ হবে। কোদালিছড়া মৌলভীবাজার শহরের জন্য অভিশাপ থেকে এখন আর্শীবাদে পরিনত হয়েছে। খালের দুপাড়ে মানুষ হাটবে, থাকবে ফুল বাগান ও বসার জায়গা। খালে বিনোদনের জন্য চলবে নৌকা। ময়লা আবর্জনা মুক্ত সচ্ছ পানির প্রবাহ থাকবে। আমাদের সার্বক্ষণিক নজরদারিতে এ খাল পরিচ্ছন্ন ও নান্দনিক থাকবে সবসময়। মৌলভীবাজারের বাসিন্দা ও পর্যটকদের কাছে সময় কাটানোর একটা ভালো জায়গা তৈরি হবে এ স্থান।
উল্লেখ্য, চলিত বছরের ১৯ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজারের কোদালি ছড়া খালের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।