র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ আসামি নিহত
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০২১, ১১:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে দুইজন নিহত হয়েছে বলে দাবী করছে র্যাব।
র্যাব ৯ এর শ্রীমঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডার বসু দত্ত চাকমা জানান, ভোর রাতে মিরতিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের গাড়ী লক্ষ্য করে তারা গুলি চালালে র্যাবও পাল্টাগুলি চালায়।
এদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন এরা কয়দিন আগে হওয়া আলোচিত মার্ডার ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামী। আমরা পরিচয় যাচাই বাচাই করে নিশ্চিত হব। পরে বিস্তারিত জানানো হবে।