মৌলভীবাজারে জেলহত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০২১, ৬:৪২ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জেলহত্যা দিবস উপলক্ষে আজ বুধবার (৩ নভেম্বর) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এতে সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলহত্যা দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অন্যান্য সহগযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, অপুর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব্, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগ সভাপতি আসাদ হোসেন মক্কু প্রমুখ।