কমলগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০২১, ৩:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মাইক্রোবাস থেকে নেমে ধাওয়া করে মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় শমশেরনগর- মৌলভীবাজার সড়কে ফেলে ব্যবসায়ী নাজমুল হাসানের দুই পায়ে কুপাতে থাকে সন্ত্রাসী চক্র। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। রোববার (৩১ অক্টোবর) বেলা দেড়টায় চৈত্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যবসায়ী নাজমুল সড়কের ধার দিয়ে হেটে তার বাসার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস থেকে নেমে হামলাকারীরা তাকে ধাওয়া করে। তিনি সড়কে পরে গেলে চার জনের অধিক ব্যক্তি দা দিয়ে ব্যবসায়ীর পায়ে কুপাতে থাকে।
এসময় ভাড়ায় আসা মাইক্রোবাস দ্রুত মৌলভীবাজারের দিকে চলে যায়। চারজন বয়বসায়ীর পায়ে কুপানোর সময় একজন আবার ব্যবসায়ীর মাথায় ও দেহে লাথি মারতে তাকে। কুপানোর সময় বেশ কয়েক ব্যক্তি এগিয়ে এলে তাকে কেউ সাহায্য করেননি। নাজমুল অবচেতন হয়ে পড়ে রইলো, হামলাকারীরা ধীরেধীরে পূর্ব দিকে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে নিরাপদে চলে যায়।
এদিকে স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, ধলাই নদীর বালু ঘাট নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত দেড় মাসে এই দুই পক্ষের মাঝে ৩বার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কমলগঞ্জ থানায়ও মামলা হয়েছে। তাছাড়া চৈত্রঘাট বাজারের দোকান ঘর নিয়ে নিহত নাজমুলের সাথেও একটি পক্ষের বিরোধ চলছিল। তবে সন্ত্রাসীদের দায়ের কুপে গুরুতরভাবে আহত হয়ে সিলেট হাসপাতালে যাবার সময় মুঠোফোনে ভিডিও লাইভে ব্যবসায়ী নাজমুল হামলাকারী ৪ জনের নাম প্রকাশকালে ভিডিও লাইভে বলেছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্ধী ছিলেন তফাজ্জুল। এনিয়ে তার সাথে বিরোধের জেরে তাকে প্রকল্পিতভাবে তাকে কুপানো হয়েছে।
এ দিকে সোমবার হত্যাকান্ডে ভাড়ায় আনা মাইক্রোবাস জব্দ করে চালক আমির হোসেনকে গ্রেফতার করেছিল কমলগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে রাজনগর থেকে জুয়েল মিয়া নামে তালিকাভুক্ত এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে দু আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দু আসামীকে কারাগারে প্রেরণ ও মঙ্গলবার বিকেলে এ হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।