মৌলভীবাজারে যুব ঋণের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে পাঁচ যুবক পেয়েছেন যুব ঋণের ২ লাখ ৮৬ হাজার টাকার চেক।
সোমবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ অফিসার জিয়াউর রহমান প্রমুখ।
জেলা শিশু কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আলাউদ্দিন। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার ২০ জন শিক্ষিত বেকার নারীদের ব্লক-বাটিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ২০১৮ সালে মৌলভীবাজারের জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত সফল উদ্যোক্তা মো. আলমগীর তার সফলতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে চারজন উদ্যোক্তা ৫০ হাজার টাকা করে ও একজনকে ৮৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।