বিআরটিসি ট্রাকের চাপায় প্রাণ গেল বিদেশ ফেরত যুবকের
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২১, ৬:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে রাজনগর উপজেলায় বিআরটিসি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা গেছেন।
রবিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
নিহত মটর সাইকেল চালক আয়ন মিয়া (২৮) মুন্সিবাজারের ব্রাহ্মণগাওয়ের আরব আলী মিয়ার ছেলে। তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। তিনি এই মাসে বিদেশ থেকে দেশে এসেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীর সাথে (ঢাকা মেট্রো- ট ২২-৯১০৬) নাম্বারের একটি বিআরটিসি ট্রাকের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই যুবক মারা যান।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, উপজেলার খলাগাঁও কবরস্থান নামক স্থানে রাজনগর সিলেট রোডে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রাজনগর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।