মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের সভা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ২:৫৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর গোবিন্দশ্রী আঞ্চলিক কমিটির এক সভায় দ্রব্যমূল্য কমানো, ন্যায্য ভাড়ার তালিকা প্রদান ও রেশনিং চালুর দাবি জানানো হয়েছে। শুক্রবার ২৯ অক্টোবর সন্ধ্যায় শহরের গোবিন্দশ্রী এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিকশা শ্রমিক ইউনিয়ন গোবিন্দশ্রী আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন সেবক । আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল আহমদ, রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া। এছাড়াও সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খোকন, গোবিন্দ্রশী আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মোঃ বকুল মিয়া, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মনু মিয়া, সদস্য আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন। বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান দ্রব্যমূল্যের (চাল ৫০ থেকে ৫৫ টাকা, ডাল ১০০ থেকে ১২০ টাকা, তেল ১৫০ থেকে ১৫৫ টাকা, চিনি ৮০ টাকা, পিয়াজ ৬০ থেকে ৭০ টাকা) বাজারে যেখানে মধ্যবিত্তের জীবনে নাভিশ্বাস উঠছে সেখানে রিকশা শ্রমিকসহ নিন্ম আয়ের জনগণকে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তার উপর সরকার এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, আবার গ্যাস-বিদ্যুতের মূল্যও বৃদ্ধির পাঁয়তারা করছে।
সভা থেকে রিকশা শ্রমিকদের স্থায়ী স্ট্যান্ড, ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, করোনায় কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, নিত্যপণ্যের উদ্ধগতি রোধ, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।