চা বাগানের বাঁকে বাঁকে দৌড়ালেন শৌখিন দৌড়বিদের
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
নানা বয়সের কয়েক শ শৌখিন দৌড়বিদের অংশগ্রহণে মৌলভীবাজারে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন।
‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২১’ শীর্ষক এই দৌড়ের আয়োজন করে যৌথভাবে মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ছয় শ শখের দৌড়বিদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমানসহ অনেকে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সকাল সাড়ে দশটায় শেষ হয় এই প্রতিযোগিতা।
আয়োজক ইমন আহমদ বলেন, ‘এবারের হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার- এ দুই ক্যাটাগরির দৌড় আয়োজিত হয়। এ আয়োজনের উদ্দেশ্য দৌড়ের মাধ্যমে মানুষকে সুস্থ থাকার বার্তা দেয়া এবং মৌলভীবাজারের চা-বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করা। আমরা এর আগেও বিভিন্ন ধরনের আয়োজন করেছি। এ ধারা অব্যাহত রেখে এমন আয়োজন সামনের দিনগুলোতে করা হবে।’
১০ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হন রংপুর জেলার সাজ্জাদ হোসেন। মেয়েদের মধ্যে প্রথম হন মৌলভীবাজারের নাসরিন বেগম।
২১ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন খুলনার আসিফ বিশ্বাস। মেয়েদের মধ্যে প্রথম হন ঢাকার মৌসুমি আক্তার এপি।
মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বর থেকে শুরু হয়ে বর্ষিজুরা ইকোপার্ক সড়ক, কালেঙ্গা বাজার, দেওরাছড়া চা-বাগান, কমলগঞ্জের ছয়ছিরি দীঘি পার করে মৌলভীবাজার স্টেডিয়ামে শেষ হয় ২১ কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়।
অন্যদিকে একই স্থান থেকে শুরু করে ১০ কিলোমিটারের ম্যারাথন দেওরাছড়া চা-বাগানের একাত্তরের বধ্যভূমি হয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে শেষ হয়।
আয়োজকরা জানান, চায়ের জেলা হিসেবে এবারে মেডেলের থিম করা হয়েছে ‘চা-কন্যা’। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে জেলাবাসী স্বাস্থ্যসচেতন ও দৌড়ের প্রতি আগ্রহী হবেন। পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরাও ছিল তাদের উদ্দেশ্য।