ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২১, ৬:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় এবার ঘোড়ায় চড়ে পালকিতে কনে এনে আলোচনায় নব দম্পতি ফখরুল ইসলাম ও খাদিজাতুল কোবরা ইভা। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল ফখরুল ইসলামের। ইচ্ছা ছিল বউ নিয়ে ফিরবেন পালকিতে। সে ইচ্ছা পূরণ হয়েছে তাঁর। লাল সেরোয়ানি পরে ঘোড়ায় চড়ে কনের বাড়ি গিয়ে নববধূকে নিয়ে ফিরেছেন পালকিতে করে।
চিরায়ত গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া ও পালকির ব্যবহার হয়েছে এই বিয়েতে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বুধবার (২০ অক্টোবর) রাতে শহরে হঠাৎ ঘোড়ায় ছোয়ার করে নতুন বর সামনে এবং পিছনে পালকিতে চড়ে নব-বধূ যাচ্ছে এমন দৃশ্য দেখে মুগ্ধ হোন শহরের বাসিন্দারা। এ যেনো গ্রাম বাংলার সেই আদিম আমলের পুরোনো ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান।
জানা যায়, কুলাউড়া পৌরশহরের দক্ষিন বাজার এলাকার শাহী মঞ্জিলের বাসিন্দা হাজী শাহ মোঃ খাইরুল শামীম ও আফিয়া ইসলাম দম্পতির পুত্র শাহ মোঃ ফখরুল ইসলাম শুভর সাথে একই উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ূম ও মোছাঃ সৈয়দুন নেছা দম্পতির কন্যা খাদিজাতুল কোবরা ইভার বিবাহ ২০ অক্টোবর বুধবার রাতে বিয়ের আয়োজন করেন। ওই দিন ঈদে মিলাদুন্নবী (সা:) থাকায় বর-কনের রাতেই বিয়ের পিড়িতে বসেন।
বর ফখরুল ইসলাম শুভ বলেন, বিয়ের দিনটিকে স্মরণ রাখতেই ঘোড়া-পালকিতে বিয়ে। শখের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই ব্যতিক্রমী এ আয়োজন। যদিও চিরায়ত গ্রাম বাংলার ঐহিত্য এখন বিলুপ্তির পথে। হারানো ঐতিহ্যে জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন। দাম্পত্য জীবনে যেন সুখী হন সেজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।