সম্প্রীতি বিনষ্টের উষ্কানি দাতাদের ছাড় দেয়া হবে না: আব্দুস শহীদ এমপি
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ দেশে সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট রয়েছে। আর তা ভবিষ্যতেও থাকবে। সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তারা দেশ ও জাতির দুশমন। তিনি প্রশাসনকে উদ্দেশ্য বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক তৎপরতা চালাবে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা হলরূমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রীতির অনন্য নিদর্শন শ্রীমঙ্গল। এখানে সকল জাতি ধর্মের মানুষের বসবাস। এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। নির্বিঘেœ যার যার ধর্ম পালন করে আসছেন। আব্দুস শহীদ এমপি বলেন, ভবিষ্যতেও এই সম্প্রীতি অটুট থাকবে। এটা কেউ বিনষ্ট করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সম্প্রীতি বিনষ্টের উস্কানি দিবে তাদের ছাড় দেয়া হবে না।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সংহতি সভায়, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মিতালী দত্ত, পৌরসভা মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ইছুব আলী, ভূরবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মহসিন মিয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শুভ্র ধর, এনাম হোসেন চৌধুরী মামুন, ইসলামী ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার ফিল্ড সুপারভাইজার মাওঃ মতিয়ার রহমান, শ্রীমঙ্গল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ সোহাইল আহমেদ, যুগ্ম সম্পাদক মিজবাহ উদ্দিন যুবায়ের সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শেখ সিব্বির আহমেদ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুশীল শীল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক ডি এল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তি, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাত, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল কুদ্দুস নিজামি, ইসলামী আন্দোলন শ্রীমঙ্গল শাখার সভাপতি মাওঃ সালাউদ্দিন, বাংলাদেশ ওলামালীগের সভাপতি মাওঃ আছাদ উল্লাহসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।