সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসনের সংহতি সভা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মৌলভীবাজার জেলায় বিশেষ সংহতি সভা করেছে জেলা প্রশাসন।
মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, এনএসআইয়ের উপপরিচালক।
ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে মাওলানা শামসুজ্জোহা, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আহমদ বেলাল, পঙ্কজ রায় মুন্না, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মনবীর রায় মঞ্জু ও অন্যান্য ব্যক্তিবর্গ।