হিড বাংলাদেশ পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত হিড বাংলাদেশ পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা।
রবিবার ১৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলার হিড বাংলাদেশ পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান ও মোঃ অলিউল্লাহ, এনডিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।