কুলাউড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
রবিবার ১৭ অক্টোবর সকালে তিনি কুলাউড়া উপজেলার জনসাধারণকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার জন্য একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন এর নিমিত্ত নির্বাচিত স্থান পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।