খুঁজে পাই চেতনার বাতিঘর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ
নিহস্ব প্রতিবেদক::
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত খুঁজে পাই চেতনার বাতিঘর স্মারকগ্ৰন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই স্মারকগ্ৰন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন। প্রকাশনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো ফজলুল আলী। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাঙালির চেতনার বাতিঘর। তার আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে এই স্মারকগ্ৰন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইয়ে দেশের প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবীদের লেখা রয়েছে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের লেখাও গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।