রাজনগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৪:০৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি ::
মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে কুলাউড়া-মৌলভীবাজার আন্ত:মহাসড়কের কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার আহত অবস্থায় শাব্বির খান (২৪) নামে এক যুবককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
নিহত রাজ মৌলভীবাজার সদর উপজেলার জগতসী হলুয়া গ্রামের মৃত আব্দুল করিমের একমাত্র ছেলে। সে তার খালার বাড়ি রাজনগর উপজেলার শালন গ্রামে বেড়াতে এসেছিল। আহত শাব্বির রাজনগর উপজেলার শালন গ্রামের লেচু খানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, কুলাউড়া- মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলে রাজ মারা যান। রাজের গলায় মাইক্রোবাসের কাচ দেবে ছিড়ে গেছে। এতে অনেক রক্তক্ষরণ হয়।
রাজের স্বজন এজাজুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলে রাজ। সে শাহ মোস্তফা কলেজে পড়ালেখা করতো। তার বাবা নেই। এখন তাকে হারিয়ে পরিবার সর্বশান্ত হয়ে গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের কাজ চলছে।