সুমারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার সুমারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ অক্টোবর দুপুরে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খয়রুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, আহাম্মেদ আলী, আরতি ব্যানার্জি, মো. রাজিব মিয়া, আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রতিভারাণী চক্রবর্তী, আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুলতানা শাহনাজ আখতার, স্কুলের প্রধান শিক্ষক সুপলিনারা চৌধুরী, সহকারী শিক্ষক রুমা রানী দত্ত, শেখ সাবিনা ইয়াসমিন, পিংকি দে প্রমুখ।
স্কুল ড্রেস বিতরণে সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী শামীম আহমদ।