সমাজ সেবক রাজনীতিকবীদ আবু সুফিয়ানের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ৪:০০ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য, জেলা যুবলীগের সহ-সম্পাদক ও জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সিনিয়র সদস্য আবু সুফিয়ান এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনার
আয়োজন করে বন্ধু মহল। শনিবার (৯ অক্টোবর) পৌরসভা কনফারেন্স হল রুমে রাজনীতিবিদ আব্দুল আহাদের সভাপতিত্বে সমাজ সেবক ও মানবাধিকার কর্মী আলিম উদ্দিন হালিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সদস্য মো: আকতারুজ্জামান, জেলা যুবলীগ যুগ্ন-সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা শ্রমিকলীগ সভাপতি আসাদ হোসেন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ প্রমুখ।
বন্ধু মহলের মধ্য হতে উপস্থিত ছিলেন- মো: নূরুল হক, জুবায়ের আহমদ তপু, উজ্জল আহমদ, রাসেল আহমদ, মাসুক আহমদ, জুবায়ের আহমদ, মো: আলী টিপু, মহি উদ্দিন, রাসেল আহমদ, দিলুয়ার হোসেন, ফয়ছল আহমদ, বাছন আহমদ, মোহিদ আহমদ,কাজী রুহিন আহমদ, আছাব আলী, জগলু আহমদ, শাহিন আহমদ, মাক্কু আহমদ, বাবুল আহমদ, আরজান আহমদ, সৈয়দ জুবের আলী, টিটু নেওয়াজ, মাম্মদ মিয়া, মো: ইকবাল, পায়েল আহমদ।
শুভাকাঙ্কিদের মধ্য সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের মধ্য হতে উপস্থিত ছিলেন- জাহেদুল ইসলাম মনু, গোলাম টিটু, জেলা ছাত্রলীগ সাবেক সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইমন তরফদার, সাইদুর রহমান রিপন, শিমূল আহমদ চৌধুরী, মিছবাহুর রহমান, সুহেল আহমদ, রনি আহমদ, খালিক মিয়া, সাহেল আহমদ, ফরদুস আহমদ, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, আনিছুল ইসলাম তুষার চৌধুরী, তারেক আহমদ, জহিরুল ইসলাম নুবেল, মো: সালাউদ্দিন, আহমেদ রনি, মান্না আহমদ মজনু, ছালাম আহমদ, জসিম আহমদ, নাজমূল ইসলাম আলী, নিজাম আহমদ, জুবেদ মিয়া, জুবায়ের আহমদ, শেখ হেলাল আহমদ,
বন্ধু মহলের বক্তারা তাদের বক্তব্যে বলেন, যেতে নাহি দিবো হায় তবু চলে যেতে হয়। বন্ধুমহলের প্রিয় মুখ । আবু সুফিয়ান এর উদ্যেশ্য সবাই বলেন, দীর্ঘদিন একই সাথে চলাফেরা করেছি । একই মায়ের গর্ভে না জন্মালেও আমরা ছিলাম একে অন্যের পরিপূরক । সুখে দু:খে সব সময় ছিলাম আমরা একে অন্যের ছায়া হয়ে । খারাপ সময়গুলোতে ছিলাম সবসময় একীভূত হয়ে । জীবনে চলার পথে আমরা সবাই ছিলাম একসাথে কখনো পিছ পা হইনি আমরা কোনো পরিস্থিতেই । আমার এই বিদায়ী বক্তব্যে শুধু একটি কথা বলতে চাই সুফিয়ান তুমি ছিলে হৃদয়ের গহীনে যতদূরেই তুমি যাও না কেনো তোমার জায়গা কেউ নিতে পারবে না । আশা এবং বিশ্বাস বন্ধু হিসেবেও তুমি সবসময় আমাদের সাথেই থাকবে প্রবাস জীবনে । হয়তো সুন্দর জীবনের উদ্দেশ্য ভবিষ্যত জীবন রাঙ্গাতে তুমি আজ পরবাশে যাবার পথযাত্রী । তবে বিশ্বাস রেখো তুমি তোমার বন্ধুদের হৃদয়ে থাকবে সব সময়।