টমেটো গাছের সাথে এ কেমন শত্রুতা
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই কৃষকের ৪৫ শতক জমিতে প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার ভোরে হোমেরজান গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক করিম মিয়া ও খোকন মিয়া জানান, এলাকার লোকজনের কাছ থেকে ধার-দেনা প্রায় ২ লক্ষ টাকা খরচ করে সার কীটনাশক প্রদানসহ জমির পরিচর্যা করা হয়েছে। টমেটো বিক্রি করে ঋণ পরিশোধ করার পাশাপাশি সংসার চলবে। কিন্তু দুর্বৃত্তরা প্রায় ৩ হাজার গাছ কর্তন করে ক্ষতিগ্রস্থে পথে বসার উপক্রম হচ্ছে।
ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে যথাসম্ভব সহযোগীতা করা হবে। তিনি তদন্তক্রমে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, ভূক্তভোগী কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবো।