শ্রীমঙ্গলে যাত্রা শুরু করলো ইংরেজী শিক্ষা প্রতিষ্ঠান তালিব’স ইন্সটিটিউট
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় যাত্রা শুরু করেছে প্রসিদ্ধ ইংরেজী শিক্ষা প্রতিষ্ঠান তালিব’স ইন্সটিটিউট।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশন রোডে অবস্থিত ক্যাম্পসের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলাম, কবি ও সাংবাদিক জাবেদ ভূইয়া, পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, তালিব’স ইন্সটিটিউটের চেয়ারম্যান চৌধুরী ফয়সল, তালিব’স ইন্সটিটিউটের পরিচালক সালাহ উদ্দিন ইবনে শিহাব। এতে সভাপতিত্ব করেন তালিব’স ইন্সটিটিউটের সিইও মো. রাসেল মিয়া।
সঠিক ও সহজ পদ্ধতিতে ইংরেজী ভাষা শিখার জন্য অনন্য প্রতিষ্ঠান হচ্ছে তালিব’স ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলা শহরে পরিচালিত হচ্ছে। এবার শ্রীমঙ্গল উপজেলা শহরে নতুন শাখা উদ্বোধন করা হয়। এখানে স্পোকেন ইংরেজী, জেডিসি দাখিল আলিম ইংরেজী, আইইএলটিএস, জেএসসি এসএসসি এইচএসসি ইংরেজী, লাইফ স্কিল, বেসিক গ্রামার সহ আরো অন্যান্য কোর্স করার সুযোগ রয়েছে। উদ্বোধনী ক্লাস নেন তালিব’স ইন্সটিটিউটের সিইও মো. রাসেল মিয়া।