শ্রীমঙ্গলের চেয়ারম্যান ভানু লাল নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল থেকে::
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী ভানু লাল রায় (নৌকা)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বেসরকারি ভাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। শ্রীমঙ্গল উপজেলায় সকাল থেকে ৮০ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এতে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেন নৌকার প্রার্থী ভানু লাল রায়। সর্বশেষ ৭৯টি কেন্দ্র তিনি মোট ভোট পেয়েছেন ৫৮ হাজার ১৪৯ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেম সাগর হাজরা পেয়েছেন ৩২ হাজার ২৯০ টি ভোট। জাতীয় পার্টির মো মিজানুর রব ৭৯০ ও স্বতন্ত্র প্রার্থী মো আফজল হক পেয়েছেন ১২ হাজার ৩৮৪ টি ভোট।
ভানু লাল শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এর দায়িত্বে রয়েছেন।
সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্ৰহণ শেষ হয়ে গণনা শুরু হয়। সকাল থেকেই চা বাগানের ভোটকেন্দ্র গুলোতে দীর্ঘ লাইন ধরে। তবে শহরের কেন্দ্রগুলো ছিল একেবারেই ফাঁকা। বিকেলে স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর নির্বাচন বর্জন ঘোষণা করেন।