ভোটারদের দীর্ঘ লাইন, নিরাপত্তার চাদরে শ্রীমঙ্গল
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২১, ১:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের ভোট গ্ৰহণৎ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে দীর্ঘ লাইন ধরেছে। পাশাপাশি রয়েছে শঙ্কাও।
সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায় সদর ইউনিয়নের ভোট সেন্টারে তিনি তার ভোট প্রদান করলেন।
তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তার বিশ্বাস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রীমঙ্গল বাসী তাকেই ভোট দেবেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুরো শ্রীমঙ্গল উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। আশাকরি শান্তি পূর্ণ ভোট হবে। কারচুপি, কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই। আমার ইতিমধ্যে টহল দিয়েছি। সব বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনে সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছেছে। আমাদের কর্মকর্তারাও প্রস্তুত আছেন।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত ২১ মে মারা গেলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রার্থী ৪ জন। আওয়ামী লীগের ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নিয়োজিত রয়েছেন পুলিশ সুপার ১জন, অতিরিক্ত পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ২৫ জন, উপ-পুলিশ পরিদর্শক ৯৪ জন, সহকারি উপ-পুলিশ পরিদর্শক ৯২ জন, নায়েক ২০ জন, কনস্টেবল পুরুষ ৩৮৮ জন, নারী পুলিশ ৫৫জন সহ সর্বমোট ৬৮১ জন সদস্য ৮০ টি কেন্দ্র রয়েছেন।
এছাড়া সর্বমোট ২৭টি মোবাইল টিম, ১০টি স্ট্রাইকিং এবং ৫টি স্ট্যান্ডবাই টিম রয়েছে মোতায়েন রয়েছেন।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচনে প্রায় ৮০০ পুলিশ থাকবে। তাদের সঙ্গে থাকবে ২ প্লাটুন বিজিবি। নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যা করার আমরা তাই করবো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই বাছাই হয় ১৪ সেপ্টেম্বর, আপিল করা হয় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, আপিল নিষ্পত্তি হয় ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ হয় ২০ সেপ্টেম্বর।
মোট ৮০টি ভোট কেন্দ্রে ও ৫৭৯টি বুথে ৮০ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ সর্বমোট ১ হাজার ১ হাজার ৮১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে গোলযোগ এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে একজন সাব ইন্সপেক্টর পুলিশ ও আনসার সদস্যসহ থাকবেন ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাছাড়া ভোট কেন্দ্রের বাহিরে সারা উপজেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্টেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্টেট, ৮টি মনিটরিং টিম, ৮টি পুলিশের পোষাকধারী স্টাইকিং ফোর্স, ২টি সাদা পোষাকের স্টাইকিং ফোর্স, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের দু’টি স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন।