রাত পোহালেই শ্রীমঙ্গলে ভোট
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই আগামীকাল ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন। এখন ভোটারদের অপেক্ষার পালা।
প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়,
সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ও শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রব।
মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘কারচুপি, কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই।’
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত ২১ মে মারা গেলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রার্থী ৪ জন। আওয়ামী লীগের ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস)।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচনে প্রায় ৮০০ পুলিশ থাকবে। তাদের সঙ্গে থাকবে ২ প্লাটুন বিজিবি। নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যা করার আমরা তাই করবো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই বাছাই হয় ১৪ সেপ্টেম্বর, আপিল করা হয় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, আপিল নিষ্পত্তি হয় ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ হয় ২০ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে, এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন।