কমলগঞ্জে অপরিকল্পিত বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর উপর নির্মিত স্টিলের সেতুর এক কিলোমিটার ভিতর থেকে অপিরকল্পিত বালু তোলার দায়ে অভিযান করে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে ধর্মপুর এলাকায় ধলাই নদীর সেতুর পাশে এ জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর উপর নির্মিত স্টিলের সেতুর জায়গা ইজারার অন্তর্ভুক্ত থাকায় ইজারাদার সেতুর চার পাঁচ’শ মিটার দুর থেকে আইন মেনে বালু তুলা হচ্ছে। সেতুর পাশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, সেতুর এক কিলোমিটারের ভিতর থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে আকস্মিক অভিযানে এ জরিমানার করা হয়।