বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০২১, ৭:২৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধীত ওষুধ রাখা ও অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ করা এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে উপজেলার কাঠালতলী বাজারের এনসিএম ফার্মেসি, অভিষেক ফার্মেসি ও মিতা ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী তিনটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেলে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।