মৌলভীবাজারে আসলো আরো ৮০ হাজার ডোজ ভ্যাকসিন
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৮০ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। এতথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ।
সোমবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
এই ধাপে আসা টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদের পক্ষে মেডিকেল অফিসার ডা. মো. রবিউস সানি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলম এবং সহকারি স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার, ই পি আই টেকনিশিয়ান(রাজনগর) প্রবাল দাস।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাপ্ত টিকাগুলো মৌলভীবাজারের ৭টি নির্ধারিত টিকাকেন্দ্রে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সবাইকে নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।