কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে মৌলভীবাজারে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০২১, ৫:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) শহরের পৌর জনমিলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় হতে হবে। কারণ বিএনপি-জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুবই সক্রিয়। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিন এই বিভ্রান্তিকর তথ্যগুলোই মানুষ সত্য হিসেবে গ্রহণ করে নেবে। তাই আপনারা আরও সক্রিয় হয়ে এদের প্রতিরোধ করতে হবে।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।
প্রধান বক্তা ছিলেন- সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা বলেন- ঘরে বসে নয়, যুবলীগ নেতাকর্মীদের মাঠে-ময়দানে সাধারণ মা্নুষের কাছে যেয়ে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জামাত-বিএনপির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
প্রধান অতিথি রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সারাদেশে যুবলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় দেশের ৯টি জোনে ভাগ করে বর্ধিত সভাসহ সাংগঠনিক কাজ চলছে।
মৌলভীবাজার যুবলীগের কার্যক্রমে তিনি অসন্তোষ প্রকাশ করেন। জেলা কমিটির দফতর সম্পাদক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘সংগঠনের কার্যক্রম ও সভা আপনারা ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। কার্যক্রম চালাতে না পারলে কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তা নেওয়ার প্রয়োজন হলে নেওয়া উচিত। সংগঠনের কার্যক্রম এভাবে চলতে পারে না, আপনাদের আরও তৎপর হতে হবে।’
তিনি বলেন- ‘আমরা এখানে এসেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে। এজেলায় যতো নিবেদিতপ্রাণ কর্মী আছে তাদেরকে সংগঠনে নিয়ে আসতে হবে।’
বর্ধিত সভায় জেলার পূর্ণাঙ্গ কমিটিসহ সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।