শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নোমান, সম্পাদক নিশিকান্ত
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি’র কমিটি গঠন করা হয়েছে। সভাপতি কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী’র সভাপতিত্বে কমিটি গঠনকল্পে সভা শেষে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাতগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, হাজী আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সহসাধারণ সম্পাদক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান, সাংগঠনিক সম্পাদক হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন, প্রচার ও প্রকাশন সম্পাদক শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, নির্বাহী সদস্য ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী, র্যানার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: নুরুল হক ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের শাহেদ গাজী।
কমিটি গঠন সুত্রে জানাযায়, সাতগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত সভাপতি পদে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী এবং মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান সাধারণ সম্পাদক পদে বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব এর নাম প্রস্তাব করলে উপস্থিত সকল সদস্যে সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।