লাউয়াছড়ায় ট্রাকচাপায় প্রাণ হারালেন তরুণ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২১, ৮:৪৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবরের বাড়ি উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে। আহত হয়েছেন তার ভাই জসিম উদ্দিন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, নিজের দোকানের মালামাল কিনতে বৃহস্পতিবার সকালে আকবর ও জসিম অটোরিকশা নিয়ে শ্রীমঙ্গলে যান। মালামাল কিনে ফেরার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আকবরকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। জসিম উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পপাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।