শুরু হয়েছে দাবালীগ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ পুলিশ মৌলভীবাজার এর সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা দাবালীগ ২০২১ উদ্বোধন করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার বোর্ড রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় এর পরিচালনায় ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উদ্বোধনী এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। স্বাগতিক বক্তব্যে রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাক আহমদ মম।
জেলা দাবা লিগে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ডায়মন্ড ক্লাব, ওযয়ান্ডারার্স ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, কনফিডেন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ক্লাব সানফ্লাওয়ার, মাহদিস ইলেভেন, আনবিটেন ইলেভেন ক্রিকেট ক্লাব। আগামী ৫ দিন এ খেলা চলবে।