প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ও ভয়েস অব মৌলভীবাজার এর সহযোগীতায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহিদ মিনার চত্তর প্রাঙ্গনে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া। সংক্ষিপ্ত আলোচনা শেষে সেখানে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন ও ভয়েস অব মৌলভীবাজারের বকসি মিছবাহ উর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, ব্যবসায়ী আব্দুল আহাদ প্রমুখ।