মৌলভীবাজার জেলায় ১১৭ কেন্দ্রে কোভিড-১৯ এর গণটিকা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্র একযোগে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ৩শ জনকে টিকা দেয়া হবে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ গণটিকায় টিকা পেয়েছেন পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ২ হাজার ৯৫৩ জন। স্বাস্থ্যবিধি মেনে এ টিকাদান সম্পন্ন হয়েছে।
সদর উপজেলা ছাড়াও মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলছে এ কার্যক্রম। করোনা প্রতিরোধে এ ধাপে জেলায় ৮০ হাজার মানুষকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।