শ্রীমঙ্গলে আলোয়-আলোয় প্রকল্পের আওতায়
সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২১, ৩:৫০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এমসিডা আলোয়-আলো প্রকল্প এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর যৌথ উদ্যোগে কমিউনিটি ক্লিনিক ও চা বাগান হাসপাতাল এর স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এমসিডা,আলোয়-আলো প্রকল্প কর্তৃক আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মেডিকেল এসিস্ট্যান্ট, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং বিভিন্ন চা বাগান হাসপাতালের কম্পাউন্ডার ও ড্রেসারদের নিয়ে ওরিয়েন্টেশন সেশন উদ্বোধন করেন স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুব আলম।
ওরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন এমসিডা আলোয়-আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. এমদাদুল হক ও পরিসংখ্যানবিদ এ টি এম আনোয়ার গাজী, কো-ফ্যাসিলিটেটর এর দায়িত্ব পালন করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. দেলোয়ার হোসেন ও মো. ওসমান গনি।
ওরিয়েন্টেশনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিষয়ক উদ্যোগ এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কার্যক্রম, কমিউনিটি কিøনিক ও চা বাগানে স্বাস্থ্য সেবা সমূহ, ডায়রিয়া ও পানি বাহিতরোগ ব্যবস্থাপনা, আলোয় আলো প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও চা বাগানের সেবাদানকারীদের মাঝে সম্বন্বয় ও যোগাযোগ ব্যাবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন শেষে অংশ গ্রহণকারীদের নিয়ে কর্মপরিকল্পনা রিভিউ করা হয়।