মৌলভীবাজার শহরে ‘টমটমের’ জন্য আসছে নতুন নিয়ম
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার শহরে এখন থেকে আর কোন সিএনজি চলাচল করবে না। বৈধ সিএনজি চালিত টমটমগুলো জোড় বিজোড় হয়ে একদিন পরপর চলাচল করবে। নতুন করে কোন সিএনজিকে নিবন্ধন না দেয়ার জন্য বিআরটিএকে নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। ওই অবৈধ যানবাহনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার শহরের ভিতর স্ট্যান্ড বসিয়ে কোন সিএনজি চালিত অটো রিক্সা চলবে না। তবে ব্যক্তিগত প্রয়োজনে রিজার্ভকরা সিএনজিগুলো শহরে প্রবেশ করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ষ্টিকার লাগিয়ে জোড় বিজোড় সনাক্ত করে আলাদা করে নতুন নিয়ম করে শহরে চলাচলের অনুমতি দিবে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। তিনি বলেন, চাঁদনিঘাট ও শেরপুরে নতুন স্ট্যান্ড স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। সদর উপজেলার চেয়ারম্যান ও ইউএনও ইতিমধ্যে স্থান নির্বাচন করেছেন। চাঁদনিঘাটে মাঠি ভরাট করে স্ট্যান্ড স্থাপন করা হবে। এতে যানজট কিছুটা কমে আসবে।
সভায় আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সাংবাদিক ও পরিবহন মালিক নেতৃবৃন্দ।
সভায় শহরকে যানজটমুক্ত রাখতে জেব্রা ক্রসিং অঙ্কন, ট্রাক স্ট্যান্ড নির্মাণ, ফুটপাত দখল মুক্তকরণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ট্রাফিক সপ্তাহ পালন শেষে আগামী নভেম্বর মাসে পর্যালোচনা ও পর্যবেক্ষণ নিয়ে আবার সভায় বসার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।