বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর সভাপতি ফারুক, সম্পাদক কামালী
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৬:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার দ্বি-বার্ষিক ২০২১-২২ সেশনের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শহরস্থ তারবিয়াতুল হুফফাজ ইন্টারন্যশনাল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শহর সভাপতি মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাও মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী।
বিশেষ অতিথি ছিলেন- জেলা শাখার সহ সভাপতি মাও শায়খ ইমদাদুর রহমান, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন শহর শাখার উপদেষ্টা ডাঃ জুনাইদ আহমেদ।
দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত শহর শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২১-২২ সেশনের জন্য মাওলানা ফারুক আহমদ কে সভাপতি এবং মাওলানা লুৎফুর রহমান কামালীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার শহর শাখার নির্বাহী কমিটি পুনঃগঠন করা হয়েছে।