মৌলভীবাজারে ক্রিকেট খেলায় সংঘর্ষ, নিহত-১
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ৪:১৭ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার::
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএএম) এর আয়োজনে ক্রিকেট খেলার সেমি ফাইনালে সংঘর্ষে অধিনায়ক সৌদ আল সুফিয়ান নামের এক খেলোয়াড় নিহত হয়েছেন। এঘটনায় নিহত সৌদ আল সুফিয়ান সাগর এর চাচা মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯জনকে আসামী করা হয়। ২১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, মামলার এজহার ও খেলোয়ারদের কাছ থেকে জানা যায়, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএএম) প্রতি বছরের ন্যায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলার এক পর্যায়ে দ্যা অল স্কয়ার্স সোলজার্স এবং সিপিএ কামালপুর সেমি-ফাইনালে অংশ গ্রহণ করে। দ্যা অল স্কয়ার্স সোলজার্স এর অধিনায়ক ছিলেন মো: লাবলু মিয়া এবং সিপিএ কামালপুর এর অধিনায়ক ছিলেন সৌদ আল সুফিয়ান সাগর। সেমি-ফাইনাল খেলায় প্রথমে ব্যাটিং করে দ্যা অল স্কয়ার্স সোলজার্স ১৭১ রান করে। পরবর্তীতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর দলের খেলোয়াররা ৪০ রান করতেই ৪ উইকেট পড়ে যায়। ৬ষ্ট ব্যাটসম্যান হিসেবে সিপিএ কামালপুর এর অধিনায়ক সৌদ আল সুফিয়ান সাগর ব্যাটিং করতে আসেন। কিছু সময় খেলার এক পর্যায়ে অধিনায়ক সৌদ আল সুফিয়ান সাগর উইকেট কিপার হাফিজকে গালিগালাজ করেন। ১৩ তম ওভারে ইমন বল করতে যান। এসময় সাগরদের টিমের ৫৯ রান ছিল। ইমনের ওভারের ৪ নম্বর বলটি সৌদ আল সুফিয়ান সাগর এর মাথায় আঘাত লাগে। মাথায় হেমলেট না থাকায় জখম হয়। এসময় সৌদ আল সুফিয়ান সাগর উত্তেজিত হলে ভলার ইমন এর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সৌদ আল সুফিয়ান সাগর তার হাতে থাকা ব্যাট দিয়ে ইমনকে আঘাত করলে সাথে সাথে ইমন তার হাতে থাকা বল দিয়ে সৌদ আল সুফিয়ান সাগরের মাথায় আঘাত করলে প্রচুর রক্তকরণ হয়। তাৎক্ষণিকভাবে অন্যান্য খেলোয়ার ও আয়োজক কর্তৃপক্ষ সাগরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় সাগর মারা যায়।
মামলায় আসামীরা হলেন, (১) ইমন (২) মো: লাভলু মিয়া (৩) আরাফাত আলী (৪) ফয়েজ মিয়া (৫) রহিম উদ্দিন (৬) জাহিদ মিয়া (৭) আহমদ আলী (৮) তাজ উদ্দিন ও (৯) ফরহাদ হোসেন।
এবিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, আসামীদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে। এই হত্যাকান্ডের সাথে যারা সম্পৃক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।