কুলাউড়ায় সড়কে গেল শিশুর প্রাণ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ৪:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় কুলাউড়ায় ৬ বছরের শিশু রাজ নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জ তার পিসির বাড়ী যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।
নিহত শিশুর দাদা নিখিল বর্ধন জানান, কুলাউড়া গ্রাম নিবাসী রিপন বর্ধনের ছেলে নিরব বর্ধন রাজ (৬) গত রোববার বিকেলে বাড়ী থেকে তার পিসিসহ ৫জন সিএনজি গাড়ীযোগে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে ভাটেরার মুমিনছড়া চা-বাগান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি গাড়ীর যাত্রী শিশু রাজ গুরুতরসহ অন্যান্যরা কমবেশী আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে শিশু রাজ, তার ফুফু ও চালকসহ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজ সোমবার ২০ সেপ্টেম্বর সকালে মৃত্যুবরণ করে।
পরে সিলেট হাসপাতাল থেকে রাজের লাশ কুলাউড়ায় তার বাড়ীতে নিয়ে আসার পর সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে তার সৎকার কাজ সম্পন্ন করা হয়। শিশু রাজ শিবির রোডের অগ্রদুত চাইল্ড কেয়ার হোমের ১ম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে।