শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচন
চার প্রার্থীর প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই নির্বাচনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে দলীয় প্রতীক (নৌকা), জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য মিজানুর রবকে (নাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক কে (ঘোড়া) ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক প্রেম সাগর হাজরা কে (আনারস) প্রতীক দেয়া হয়েছে।
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই উপজেলার ২ লাখ ৩৩ হাজার ১১৬ জন ভোটার বিভিন্ন কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।