মৌলভীবাজার পৌরসভার তিন সড়কের কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২১, ৬:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার পৌরসভা এলাকায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের (টএওওচ-ওওও) মাধ্যমে লেখক ও গবেষক সৈয়দ মুজতবা আলী সড়ক, পূর্ব ও পশ্চিম গীর্জাপাড়া সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) এ ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্বোধন অনুষ্ঠানে নেছার আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা বঙ্গবন্ধুর দিকনির্দেশনাকে সামনে রেখে সারা দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হলে সোনার বাংলায় পরিণত করে তুলতে হবে। সে লক্ষ্যে সারা দেশে উন্নয়ন কাজ চলছে। বাংলাদেশের প্রতিটি পৌরসভায়ও উন্নয়ন কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজার শহরকে একটি সুন্দর শহর গড়ে তোলার জন্য গুণগতমান বজায় রেখে কাজ করা হচ্ছে বলে জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।