প্রয়াত মহসিন আলীর মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২১, ৬:২৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার রাজনগরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন’র উদ্যোগে রাজনগর থানা এলাকায় জলপাই, চালতা, কৃষ্ণচুড়া, পিংক এ্যালমন্ডার চারা রোপণ করা হয়েছে।
রাজনগর থানা এলাকায় চারা রোপণকালে উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, ওসি তদন্ত মো. ফরিদ উদ্দীন, ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনে’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের উপমহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুলিপ খান, ছাত্রলীগের মামুন, আরিফ, আশরাফ, নাছের, সাকিবসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।